ফেসবুককে ছাড়িয়ে গেল টিকটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-08-2021

ফেসবুককে ছাড়িয়ে গেল টিকটক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ছাড়িয়ে গেল চীনা ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটিক। গত বছর বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড হয় এই অ্যাপটি। এরপর রয়েছে ফেসবুক। গতকাল মঙ্গলবার ডিজিটাল অ্যানালাইটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ডাউনলোড হওয়া তালিকার শীর্ষ পাঁচের বাকি চারটি অ্যাপই ফেসবুকের মালিকানাধীন। তবে কেবল এশিয়ার দেশগুলোয় (চীন ব্যতীত) ফেসবুক অ্যাপ এখনো শীর্ষস্থানে আছে। টিকটক সে তালিকায় দুই নম্বরে।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে এমন তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিবারই ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলো শীর্ষ অবস্থানে থাকে। ২০২০ সালের তালিকায় টিকটকের পরে আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।

অবশ্য এই টিকটক অ্যাপের ব্যবহার নিয়ে বেশ বিতর্ক রয়েছে। বিভিন্ন দেশ সময়ে সময়ে এই অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছিল। বাংলাদেশেও টিকটক নিষিদ্ধের দাবি রয়েছে। অনেকে এই মাধ্যমটি ব্যবহার করে তরুণীদের পাচার করছে বলে তদন্তে উঠে এসেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা