করোনায় মারা গেলেন কর কমিশনার সালাহ উদ্দিন আহমেদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-08-2021

করোনায় মারা গেলেন কর কমিশনার সালাহ উদ্দিন আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার সালাহ উদ্দিন আহমেদ। কর অঞ্চল-৮ এ সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণমাধ্যমকে এ তথ্য জানান এনবিআর’র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৯ বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।  

সৈয়দ এ মু’মেন জানান, মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে এনবিআর'র কর বিভাগের কর্মকর্তা সহকারী কর কমিশনার সালাহ উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ২৭তম বিসিএসের কর ক্যাডারে কর্মকর্তা ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা