যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-08-2021

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণা

আমেরিকায় করোনাভাইরাসের টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন এমন মানুষদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ০.০০১ শতাংশেরও কম বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি।

সিডিসির তথ্য বিশ্লেষণ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছেন তাদের মধ্যে ৯৯.৯৯ শতাংশের বেশি মানুষকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি হতে হয়নি বা কেউ মারা যাননি। গত ২ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬৪ মিলিয়নের বেশি মানুষ করোনা টিকার দুইটি ডোজ নিয়েছেন। এদের মধ্যে মারা গিয়েছেন মাত্র এক হাজার ৫০৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১০১ জন। যা ০.০০১ শতাংশেরও কম।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি আরও জানিয়েছে, টিকা নেওয়ার পরও যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় ৭৪ শতাংশের বয়স ৬৫ বা তার চেয়েও বেশি। এর মধ্যে মারা গেছেন এক হাজার ৫০০ জন। প্রতি পাঁচজনের মধ্যে একজনের করোনা ছাড়াও অন্য রোগ ছিল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা