আফগানিস্তানে তিন দিনে নিহত ২৭ শিশু, আহত কমপক্ষে ১৩৬


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-08-2021

আফগানিস্তানে তিন দিনে নিহত ২৭ শিশু, আহত কমপক্ষে ১৩৬

আফগানিস্তানে চলমান লড়াইয়ে গত তিনদিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুসারে, আহতদের মধ্যে রয়েছে আরও ১৩৬ অপ্রাপ্তবয়স্ক।

সোমবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ পরিসংখ্যান প্রকাশ করে। বলা হয়, আন্তর্জাতিক মহলের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেছে তালেবান। উল্টো শিশুদের ওপর বাড়াচ্ছে সহিংসতার পরিমাণ। ইউনিসেফের তথ্যানুসারে, কান্দাহার, খোস্ত ও পাকিতা শহরে সবচেয়ে ঝুঁকির মুখে শিশুরা। বেশিরভাগই দু’পক্ষের গোলাগুলি বা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে।সংঘাতপূর্ণ এলাকায় সুষ্ঠু চিকিৎসার অভাবে ভুগছে আহতরা। ইউনিসেফের শঙ্কা, এর ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।

গত মাস থেকে চলমান লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি বেসামরিক আফগান। অন্যদিকে, ঘানি সরকারের দাবি, অভিযানে নিহত কমপক্ষে ৪শ’ তালেবান সদস্য।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা