<p><br></p>
১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:১১:৫৯ পূর্বাহ্ন


জয়পুরহাটে কেক কাটার মাধ্যমে দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 
রিফাত হোসেন মেশকাতঃ জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৫
জয়পুরহাটে কেক কাটার মাধ্যমে  দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


জয়পুরহাটে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকাল ৪.০০ ঘটিকায়, পাঁচবিবি  উপজেলা মডেল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রতিনিধি মো.খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও এনটিভি অনলাইন করসপন্ডেট মনোয়ার হোসেনের সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। এছাড়াও ভোরের চেতনা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি গোলাম মওলা, ক্রাইম রিপোর্টার আব্দুর রব,জাগরণী টিভি অনলাইন প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক প্রভাতের আলো জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি বদরুদ্দোজা সবুজ, দৈনিক ঘোষণা উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজা, দৈনিক পথে প্রান্তরে জেলা প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক ঘোষণা ক্রাইম রিপোর্টার আবু হানিফ,দৈনিক জনতার খবর উপজেলা প্রতিনিধি সাইদার ইসলাম উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গনমাধ্যম সেক্টরে দৈনিক ভোরের চেতনা পত্রিকা সত্য,বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

আজকের এই শুভ জন্মদিনে পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও শুভকামনা করেন।


আগামীতে দেশের সকল স্থানে আরো সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে জাতীয় দৈনিক ভোরের চেতনা আরো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন