<p><br></p>
০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৫:২৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :


গণঅভূত্থান মামলার আসামি ওবায়দুল কাদেরের সহযোগী ইঞ্জিনিয়ার আশরাফুল হকের ‘ঘুস-বাণিজ্য’ ও শত কোটি টাকার মালিকানা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৫
গণঅভূত্থান মামলার আসামি ওবায়দুল কাদেরের সহযোগী ইঞ্জিনিয়ার আশরাফুল হকের ‘ঘুস-বাণিজ্য’ ও শত কোটি টাকার মালিকানা


গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) জোনে দীর্ঘদিন ধরে চলমান ঘুস-বাণিজ্য, পদোন্নতি নিয়ন্ত্রণ এবং কোটি কোটি টাকার বেনামে সম্পদ অর্জনের অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন গণঅভূত্থানের মামলার আসামি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগী হিসেবে পরিচিত এই প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে নিজস্ব সম্পদ বৃদ্ধি করেছেন। গণপূর্তের অভ্যন্তরীণ সূত্র ও বিভিন্ন ঠিকাদারদের সাক্ষ্য অনুযায়ী, আশরাফুল হক এই ১৬ বছরে ক্ষমতার একে একে সব সিঁড়ি অতিক্রম করে উচ্চ পদে অবস্থান করেছেন এবং প্রতিটি পদে এসে ঘুস ও পার্সেন্টেজ বাণিজ্যকে আরও সুসংগঠিত করেছেন। তার কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছে যে, পুরো ই/এম জোন একটি ঘুস-বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে।


তার বিরুদ্ধে আঃ রহমান বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নং- ৪৯৯/২০২৫। ধারা ঃ ১৪৩/১৪৭/১৪৮/৩২৬/৩০৭/১১৪/১০৯ দঃবিঃ তৎসহ বি:আ:৩/৩এ।

আশরাফুল হক প্রধানমন্ত্রী কার্যালয় ও গণভবনের দায়িত্বে থাকাকালীন সময়ে নিজেকে অপ্রতিরোধ্য ও অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। সূত্র জানায়, সেই সময়ে তিনি অধিদপ্তরের পোস্টিং ও পদোন্নতি নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের প্রভাব বৃদ্ধি করেছেন। “কালু বা কাল্লু ইঞ্জিনিয়ার” হিসেবে পরিচিত আশরাফুল হকের এই রাজনৈতিক প্রভাবের ব্যবহার শুধু পদোন্নতি বা ঘুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। সরকারি প্রকল্পের ইস্টিমেট এবং টেন্ডার নিয়ন্ত্রণে তার নেপথ্য ভূমিকা ছিল বিস্তৃত। ই/এম ১নং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ঘুস-বাণিজ্য ও লুটপাটে প্রবেশ করেন। এরপর ৭নং ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকেও এই প্রভাব বজায় রেখেছেন।


ঢাকায় তার মালিকানাধীন সম্পদগুলোতে রয়েছে একাধিক অত্যাধুনিক স্টুডিও ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাবসা প্রতিষ্ঠান। সূত্র জানিয়েছে, তিনি বেগমপাড়ায় অ্যাপার্টমেন্ট কিনেছেন এবং কাঁটাবনে ৬ তলা আলিশান বাড়ি গড়ে তুলেছেন। এছাড়া এলিফ্যান্ট রোডে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান, ধানমন্ডিতে ৪টি অ্যাপার্টমেন্ট, গাজীপুরে রিসোর্ট, আশুলিয়া ও সাভারে কয়েক বিঘা জমি এবং বেনামে আরও বিভিন্ন সম্পদ রয়েছে।

দুই ছেলেকে কানাডায় পাঠিয়ে তিনি ইতোমধ্যেই কমপক্ষে অর্ধশত কোটি টাকা পাচার করেছেন বলে জানা গেছে। সম্পদের এই বিস্তার ও বিদেশি সংযোগে প্রতিটি পদক্ষেপে তিনি ধূর্তভাবে কাজ করেছেন।


জোনে বসার পরই তিনি ঘুষের পরিমাণ বৃদ্ধি করেছেন। ঠিকাদারদের দাবি অনুযায়ী, বর্তমানে প্রাক্কলন (ইস্টিমেট) পাশ করতে কমপক্ষে ৫%ু৭% অর্থ দিতে হয়। এর মধ্যে ২.৫%ু৩% সরাসরি আশরাফুল হকের কাছে যায়। বাকি ভাগ উপসহকারী প্রকৌশলী, স্টাফ অফিসার ও পিওনদের মধ্যে বিতরণ হয়।


একজন নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদার বলেন, “প্রকল্পের ইস্টিমেট পাশ করানোর জন্য উপসহকারী প্রকৌশলীর কাছে প্রারম্ভিক অর্থ দিতে হয়। এরপর জোন অফিসে অতিরিক্ত অর্থ জমা না দিলে ইস্টিমেট কমিয়ে দেওয়া হয় বা ক্ষতিগ্রস্ত করা হয়। এমনকি নন-শিডিউল আইটেম পাশ করাতেও অতিরিক্ত টাকা দাবি করা হয়।” অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাড়াও জোন অফিসের অন্যান্য স্টাফরা ঘুস-বাণিজ্যের চক্রে জড়িত। উপসহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসারদের মাধ্যমে পুরো লেনদেনের হিসাব পরিচালনা হয়। প্রাক্কলনের জন্য পিওন মোজাম্মেলকেও নগদ অর্থ প্রদান করতে হয়। না দিলে তারা উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করতে দিতে না পারার হুমকি দেন। আশরাফুল হক পোস্টিং ও পদোন্নতিতে হস্তক্ষেপের মাধ্যমে অধিদপ্তরের চাকরিজীবীদের ওপর প্রভাব বিস্তার করেছেন। সম্প্রতি তিনি নোয়াখালী অঞ্চলের এক প্রকৌশলীকে অতিরিক্ত দায়িত্বে বসানোর জন্য প্রচেষ্টা চালিয়েছেন। সিনিয়র প্রকৌশলীর প্রমোশন আটকাতে বা পদোন্নতি প্রভাবিত করতে মোটা অঙ্কের বাজেট ব্যবহার করেছেন। মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, নন-ক্যাডার ই/এম প্রকৌশলীদের কাছ থেকে তিনি ২ কোটিরও বেশি অর্থ গ্রহণ করেছেন। এছাড়া ১১ জন নন-ক্যাডার প্রকৌশলীর সিনিয়রিটি নিয়ে প্রশাসনিক দ্বন্দ্ব সমাধানে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। ই/এম ডিভিশনগুলোতে নির্বাহী প্রকৌশলী পদে কাকে বসানো হবে বা বদলি করা হবে তা নিয়ন্ত্রণেও তিনি অর্থ হাতিয়েছে।


দেশব্যাপী লিফ্‌ট সংক্রান্ত কাজগুলো আরএফএল ও ওয়ালটন কোম্পানির কাছে একচেটিয়া দেওয়ার জন্য তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই অর্থ দিয়ে অফিসিয়াল ট্যুর ছাড়াও ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরে ফ্যামিলি ও ফ্রেন্ডলি ভ্রমণ করেছেন। সাবস্টেশন, জেনারেটর ও ভিআরএফ সরবরাহকারীদের কাছ থেকেও কোটি কোটি টাকা হাতিয়েছে। তিনি আত্মীয়-স্বজনকে নিয়োগ দিয়েছেন ঠিকাদারি ব্যবসায় এবং নিজ নামে নয়, বেনামে পার্টনারশিপে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছেন। 


পিআরএল সময়ের কাছাকাছি আসায় ঘুষের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। গত তিন মাসে অনুসন্ধানী টিম সরেজমিনে ঘুস ও অনিয়মের বিভিন্ন তথ্য প্রমাণ পেয়েছে। একজন ঠিকাদার জানান, “গত বছর যে কাজ ৪ টাকায় করা যেত, বর্তমানে তা ৬ টাকায় সম্পন্ন করতে হচ্ছে।” ফোনে কয়েক দফা চেষ্টা করেও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত প্রকৌশলীরা জানিয়েছেন, “জোন অফিসে প্রত্যেকটি কাজের জন্য উপসহকারী, স্টাফ ও জোন প্রধানের মাধ্যমে টাকা লেনদেন নিশ্চিত করা হয়। একবার চক্রে ঢুকে পড়লে বিকল্প থাকে না। পুরো ই/এম জোনই একটি লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে।” এই অনুসন্ধানী প্রতিবেদন থেকে বোঝা যায় যে, আশরাফুল হকের রাজনৈতিক প্রভাব, ঘুস-বাণিজ্য, পদোন্নতি নিয়ন্ত্রণ এবং বেনামে সম্পদ সঞ্চয় পুরো ই/এম জোনে দীর্ঘদিন ধরে একটি অনিয়মিত ব্যবস্থা তৈরি করেছে। গণপূর্ত অধিদপ্তরের ই/এম জোনে গত এক দশক ধরে চলমান এই অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ প্রয়োজন। সরকারি প্রকল্পের খরচ ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে, তদারকি প্রক্রিয়া শক্তিশালী করতে হবে। একই সঙ্গে, রাজনৈতিক প্রভাব ও ঘুস-বাণিজ্যের মতো কার্যক্রম বন্ধ করতে অভ্যন্তরীণ তদন্ত ও স্বচ্ছতার ব্যবস্থা জরুরি। নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদার ও কর্মকর্তারা জানিয়েছেন, “যদি এমন পরিস্থিতি না রোধ করা হয়, সরকারি সম্পদ থেকে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া চলতেই থাকবে।” গণপূর্ত অধিদপ্তরের এই অনুসন্ধানী প্রতিবেদন, দেশের অন্যান্য সরকারি দপ্তর ও প্রকল্পে অনিয়ম ও ঘুস-বাণিজ্যের প্রেক্ষাপটের জন্যও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

শেয়ার করুন