<p><br></p>
১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :


লাকসামের আড়াই বছরের শিশু অনু'র সন্ধান এখনো মিলেনি
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৫
লাকসামের আড়াই বছরের শিশু অনু'র সন্ধান এখনো মিলেনি


কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ থেকে আড়াই বছর বয়সের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম অনু। শিশুটির বয়স আড়াই বছর। সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ‘নিখোঁজ’ মেয়েটির বাবা।

সোমবার (৫ মে) দুপুরে মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাকঝাটিয়া থেকে অনু নিখোঁজ হয়। নিখোঁজের পর দিশেহারা হয়ে পড়েছেন অনুর বাবা-মা। মেয়েটির বাবা মহিন উদ্দিন মজুমদার জানান, আমাদের বাড়ি আর ওর নানার বাড়ি কাছাকাছি হওয়ায় সব সময় যাতায়াত ছিল। প্রতিদিনের মত আজও আমরা ভেবেছিলাম অনু তার নানার বাড়িতে। কিন্তু আমি যখন দুপুরে বাড়িতে আসার পর ওর নানাও ওকে খুঁজতে আমাদের বাড়িতে আসে। এরপর থেকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মেয়েকে। 


এ ঘটনায় লাকসাম থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেইসবুকেও ছড়িয়ে পড়েছে। অনুর সন্ধান সহযোগিতা চেয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন।  

শেয়ার করুন