আমার বয়স বেশি না, তবু কেন এমন হয়: সাদিয়া আয়মান


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 20-11-2025

আমার বয়স বেশি না, তবু কেন এমন হয়: সাদিয়া আয়মান

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতায় প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সাদিয়া আয়মান লিখেছেনআমার বয়স বেশি নাতবু এমন কেন হয়?

অভিনেত্রী বলেন, আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি  ভিডিও জমে গেছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করব করব করে করাই হলো নাএখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।

তিনি বলেনএকটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়। ছবি সিলেক্টএডিটএরপর গান সিলেক্ট করা— এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি নাতবু এমন কেন হয়আচ্ছাএমনটি কি আপনাদের সঙ্গে হয়?

সাদিয়া আয়মান বলেনওহপোস্টের সঙ্গে আবার রিলেটেবল ক্যাপশনের কথাও ভাবতে হয়। এটার কথা বলতে তো ভুলেই গেছি।

সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানের পোস্ট করা স্ট্যাটাসের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— হ্যাঁআমার সঙ্গে ঘটেকোন গান রাখব ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়। আরেক নেটিজেন লিখেছেনপরিস্থিতি সবসময় এক থাকে নামন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।

 


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।