ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতায় প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সাদিয়া আয়মান লিখেছেন—আমার বয়স বেশি না, তবু এমন কেন হয়?
অভিনেত্রী
বলেন, আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি ও ভিডিও জমে গেছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করব করব করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।
তিনি বলেন, একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়। ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা— এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবু এমন কেন হয়? আচ্ছা, এমনটি কি আপনাদের সঙ্গে হয়?
সাদিয়া
আয়মান বলেন, ওহ! পোস্টের সঙ্গে আবার রিলেটেবল ক্যাপশনের কথাও ভাবতে হয়। এটার কথা বলতে তো ভুলেই গেছি।
সামাজিক
মাধ্যমে সাদিয়া আয়মানের পোস্ট করা স্ট্যাটাসের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— হ্যাঁ, আমার সঙ্গে ঘটে, কোন গান রাখব ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়। আরেক নেটিজেন লিখেছেন—পরিস্থিতি সবসময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।