সোশ্যাল
মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর ওরহান আত্রামানি ওরফে ওরি বলিপাড়ার জৌলুসপূর্ণ পার্টি হোক কিংবা আম্বানি পরিবারের রাজকীয় কোনো আয়োজন— সবখানেই রয়েছে তার অবাধ বিচরণ। সামাজিক মাধ্যমে পরিচিত মুখ ‘ওরি’ অদ্ভুত ফ্যাশন আর বেফাঁস মন্তব্যের
কারণে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রায়ই আলোচনায় থাকেন। তবে এবার আর সাধারণ কোনো
বিতর্ক নয়, সরাসরি আইনি জটিলতায় ফেঁসে গেলেন ওরি।
এ
কনটেন্ট ক্রিয়েটর ২৫২ কোটি টাকার একটি মাদক মামলায় নাম জড়িয়েছেন। গণমাধ্যম এএনআইয়ের সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ওরিকে তলব করেছে। মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ। এসব মাদকের পরিমাণ ১২৫.১৪ কেজি, যার
বাজারমূল্য প্রায় ২৫২ কোটি টাকা। এ ঘটনার তদন্তে
নেমে গত মাসে দুবাই
থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীরা
জানিয়েছেন, জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে যে, তারা মায়ানগরী মুম্বাইয়ের বিভিন্ন হাইপ্রোফাইল রেভ পার্টিতে মাদক সরবরাহ করত। আর সেখানেই উঠে
আসে ওরির নাম। পুলিশের সন্দেহ, যেসব পার্টিতে এই মাদক চক্র
সক্রিয় ছিল, সেখানে যাতায়াত ছিল ওরির।
এর
আগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গেও দাউদ ইব্রাহিম গোষ্ঠীর নাম জড়ানোয় ব্যাপক জলঘোলা হয়েছিল। এবার সেই একই সূত্রে ওরির নাম আসায় নড়েচড়ে বসে প্রশাসন। তবে কবে বা কোথায় তাকে
হাজিরা দিতে হবে, তা এখনো জানা
যায়নি।
উল্লেখ্য,
অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে শ্রীদেবীকন্যা জাহ্নবী কিংবা শাহরুখকন্যা সুহানা বলি স্টার কিডদের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবেই পরিচিত ওরি।