বিশেষ পোশাক পরে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 20-11-2025

বিশেষ পোশাক পরে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী

প্রথমবারের মতো ফিলিস্তিনের কোনো প্রতিযোগী আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন নাহিন আইয়ুব। আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যমদ্য ন্যাশনালএর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী নাদিন আইয়ুব মূলত পশ্চিমতীরের রামাল্লার বাসিন্দা। এই সুন্দরী মডেল ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন।

নাদিন আইয়ুব কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান সাহিত্যে স্নাতক করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেননাদিন। পাশাপাশিপুষ্টিবিদ হিসেবেও কাজ করেন।কয়েক বছর ধরে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।২০২২ সালে প্রথমবারের মতো মিস ফিলিস্তিনের মুকুট ওঠে তার মাথায়।

২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন নাদিন।এটিই কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রথম বড় অর্জন। 

নাদিন আইয়ুব বলেন, আমি প্রতিটি ফিলিস্তিনি নারী শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।

শিক্ষা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নাদিন আইয়ুব প্রতিষ্ঠা করেছেনগ্রিন অলিভ একাডেমি

এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান।ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরব নাদিন।প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’–এর প্রতিনিধিও নাদিন আইয়ুব। 

এবারের মিস ইউনিভার্সে ফিলিস্তিনের ঐতিহ্যবাহীশাতওয়ামাথার মুকুট হিসেবে পরেছেন। গাউনে ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে জলপাইগাছের মোটিফ রয়েছে। তার ভেতরে রয়েছে আল আকসা মসজিদ।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।