ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-11-2025

ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ

ফিফা ্যাঙ্কিংয়ে ভারত শেষ কিছু দিনে কেবল নেমেই যাচ্ছে। টানা বাজে পারফর্ম্যান্সের খেসারত দিয়েই যাচ্ছে দলটা। সবশেষ নভেম্বর উইন্ডোয় বাংলাদেশ তাদের হারিয়েছে - গোলে। আর তাতেই ধাপ নেমে গেছে ভারত, এক দশকে এর চেয়ে বাজে অবস্থানে আর নামেনি দলটা।

ফিফার সর্বশেষ ্যাঙ্কিংয়ে ভারত ছয় ধাপ নিচে নেমে এখন ১৪২তম স্থানে। বুধবার প্রকাশিত ্যাঙ্কিংয়ে এই পতন দেখা যায়।

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারতের দারুণ খারাপ পারফরম্যান্স এই অবস্থার বড় কারণ। পাঁচ ম্যাচে একটিও জয় নেই। কোনো ম্যাচেই জিততে পারেনি তারা। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে গোলে হারে তাদের দুরবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে।

বর্তমানে ভারতের অবস্থান ১৪২-তে। এর চেয়ে বাজে অবস্থানে ভারত সবশেষ ছিল ২০১৬ সালের সেপ্টেম্বর উইন্ডোর পর, নেমে গিয়েছিল ১৪৮ নম্বরে।

অথচ ভারত বছরটা শুরু করেছিল ১২৬ নম্বর অবস্থানে থেকে। সেখান থেকে ১৬ ধাপ নেমে বছর শেষ করতে হলো তাদের। 

দলটা বছরের শুরুর উইন্ডোয় বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। শেষ উইন্ডোয় বাংলাদেশের কাছে হেরেই বসল। ভারতের এই বিশাল পতনে বাংলাদেশেরও বড় অবদান আছে বৈকি!


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।