হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর ঈদগাহ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাস্থলে আগত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় প্রধান অতিথিকে বরণ করে নেন। জনসভায় উপস্থিতির ঢল প্রমাণ করে—নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উত্তাপ বাড়ছে।
বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “৩১ দফার মধ্যে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা–স্বাস্থ্যখাতের আধুনিকীকরণ এবং বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে। এগুলো পূরণ হলে হবিগঞ্জ–৪ মডেল আসনে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে বিজয়ী হতে পারলে গ্রামীণ জনপদে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র, কৃষি ও চা-বাগান খাতের উন্নয়ন, যুব ও নারী ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হবে। উন্নয়ন ও পরিবর্তনের এ যাত্রায় সবাইকে আমাদের পাশে থাকতে হবে।”
নির্বাচনী জনসভায় নেতার এসব ঘোষণায় উপস্থিত জনতা উচ্ছ্বসিত সাড়া দেন।
সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম।
এসময় আরও বক্তব্য দেন—জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাবেদ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে ৩১ দফা কর্মসূচির প্রতি আস্থা জানিয়ে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে আরও তৎপর হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।