প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-11-2025

প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি শুক্রবার পার্থে অনুষ্ঠিত হবে। ম্যাচের দুদিন আগে, বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ১২ সদস্যের দল ঘোষণা করেছে।

দলে অফ স্পিনার শোয়েব বশিরের পাশাপাশি চারজন ফ্রন্টলাইন পেস বোলারকে রাখা হয়েছে। গত সপ্তাহে ইনজুরির কারণে শঙ্কায় ছিলেন মার্ক উড, তবে নেটে ফিটনেস প্রমাণ করার পর তাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। এজন্য দলের মধ্যে এক অতিরিক্ত বোলার রাখা হয়েছে।

জশ টাংকে দলে স্থান দেওয়া হয়নি, তবে ব্রাইডন কার্সকে রাখা হয়েছে। জ্যাকব বেথেলকে বাদ দিয়ে তিন নম্বরে খেলার দায়িত্ব পেয়েছেন অলি পোপ। প্রাণবন্ত উইকেটে ইংল্যান্ড পেস বোলিং আক্রমণকে প্রধান রেখেছে, যেখানে কার্স, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসনের সঙ্গে দেখা যাবে মার্ক উডকে।

ইংল্যান্ড স্কোয়াড:

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, মার্ক উড।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।