সদ্য
সমাপ্ত ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে সুখবর পেল পাকিস্তান ক্রিকেট দল। ৩ ম্যাচের এই
সিরিজের সবকটি ম্যাচ জিতে র্যাংকিংয়ে নিজেদের
অবস্থান আরও মজবুত করেছে পাকিস্তান।
এর
আগে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান। সবমিলে এখন অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।
শ্রীলংকা
সিরিজে তিন ম্যাচেই দাপট ছিল পাকিস্তানের। প্রথম ওয়ানডেতে সালমান আলি আগার সেঞ্চুরিতে ৩০০ রানের পুঁজি পায় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে বাবরের সেঞ্চুরিতে ২৮৯ রানের লক্ষ্য সহজে তাড়া করে পাকিস্তান। শেষ ওয়ানডেতে বাবর ও রিজওয়ানের ফিফটিতে
জয় পায় তারা।
সবশেষ
হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানের
রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১০৫। তবে অবস্থানের পরিবর্তন হয়নি তাদের। এখনো চার নম্বরে রয়েছে পাকিস্তান।
শীর্ষে
থাকা ভারতের রেটিং ১২২। দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১১২ এবং তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০৯। চারে আছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ১০৫। পাঁচে থাকা শ্রীলংকার রেটিং পয়েন্ট ১০০। ছয় নম্বরে দক্ষিণ
আফ্রিকা, সাত নম্বরে আফগানিস্তান ও আট নম্বরে
আছে ইংল্যান্ড। নয় নম্বরে ওয়েস্ট
ইন্ডিজ আর ৭৬ রেটিং
পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে
বাংলাদেশ।