পটুয়াখালী
সদর উপজেলার ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার
(১৬ নভেম্বর) রাত ১২টার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশের এই শাখার পরিত্যক্ত
গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা
জানান, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পর তারা পেট্রল
ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাখার
পিয়ন কাম-গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, রাতে চারজন কর্মকর্তা এখানে থাকেন। তাদের উপস্থিতি থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আমি এসে বিষয়টি শুনেছি।
ডিবুয়াপুর
শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে অফিসে অবস্থান করার সময় সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি সদর থানায় অভিযোগ করেছি।
দায়িত্বরত
সার্জেন্ট তাপস জানান, ঘটনার কিছুক্ষণ আগেও আমরা এখানে টহলে ছিলাম। অন্য একটি শাখার দিকে যাওয়ার সময় দেখি অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা
ঘটেনি।