১০ গোলে হার বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-11-2025

১০ গোলে হার বাংলাদেশের

মঞ্চটা হলো ২০২৬ হকি বিশ্বকাপ বাছাইপর্বের প্লেঅফ। তিন ম্যাচের সিরিজের দুটিতে জিতলেই বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত।

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ জিতে আগেই লক্ষ্যপূরণ হয়েছে তাদের। রোববার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল নিয়মরক্ষার। যে ম্যাচেও পাকিস্তানের কাছে অসহায় আত্নসমর্পন করেছে আশরাফুলরাকিবুলরা।

একচেটিয়ে ম্যাচে বাংলাদেশকে ১০ গোলে উড়িয়ে তিন ম্যাচ সিরিজের সবগুলো জিতেছে পাকিস্তান। আর তিন ম্যাচে বাংলাদেশ হজম করেছে ২৬ গোল।

প্রথম দুই ম্যাচে সমান গোল করে মোট ১৬ গোল হজম করা বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল দুবার। রোববার গোল করেছে তিনটি। সবমিলিয়ে ২৬ গোল হজমের বিপরীতে বাংলাদেশ গোল করেছে ৫টি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।