থাইল্যান্ড
ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ নভেম্বর) ফোনালাপের
সময় শান্তিচুক্তি জোরদার করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান ট্রাম্প।
সম্প্রতি
কয়েক দশকের মধ্যে থাইল্যান্ড-কম্বোডিয়ার সবচেয়ে মারাত্মক সংঘর্ষের পর মার্কিন-মধ্যস্থতায়
মালয়েশিয়ায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে গত সপ্তাহে সীমান্তে
একটি স্থলমাইন বিস্ফোরণের অভিযোগের পর চুক্তিটি স্থগিত
করে থাই সরকার।
এরপর
বুধবার উভয় পক্ষ নতুন সংঘর্ষের অভিযোগ তোলে। কম্বোডিয়া জানিয়েছে, গুলিবর্ষণে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
শুক্রবার
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
এক
সাংবাদিক জিজ্ঞাসা করেন, তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের সঙ্গে কথা বলছেন কি না। জবাবে
ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের হুমকি দিয়ে, আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম।’
তিনি
আরও বলেন, ‘ওরা দারুণ করছে। আমার মনে হয় ওরা ঠিক
হয়ে যাবে।’
ফ্রান্সের
উপনিবেশিক শাসনের সময়ের মানচিত্রের ওপর ভিত্তি করে তৈরি সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে
শতাব্দী প্রাচীন এক বিরোধ রয়েছে।
দুই দেশই কিছু সীমান্তের মালিকানা দাবি করে আসছে।