মুছাপুরী (রহ.) এর ইছালে সওয়াবে ফান্দাউক দরবারের হাজারো ভক্ত–মুরিদানের ঢল


এম এ কাদের, চিফ রিপোর্টাঃ , আপডেট করা হয়েছে : 16-11-2025

মুছাপুরী (রহ.) এর ইছালে সওয়াবে ফান্দাউক দরবারের হাজারো ভক্ত–মুরিদানের ঢল

পীরে কামেলে মোকাম্মেল, হযরত শাহ্ সুফী মাওলানা উসমান গণি খান নকশেবন্দী মুজাদ্দেদী মুছাপুরী (রহ.)–এর ইছালে সওয়াব উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরী (রহ.) মাজারসংলগ্ন চর বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে তালীম–তারবিয়াত ও দোয়া মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় আধ্যাত্মিক পরিবেশ।


ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ থেকে ১৮টি বাসযোগে বর্তমান গদ্দিনিশিন পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ (মামুন) আল-হোসাইনীর নেতৃত্বে দরবার শরীফের অন্যান্য ছাহেবজাদাগণ এবং হাজারো ভক্ত–মুরিদান মাহফিলে উপস্থিত হন। তাদের আগমনকে ঘিরে মুছাপুর এলাকায় ধর্মীয় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের উদ্যোগে এবং ফান্দাউক দরবার শরীফের তত্ত্বাবধানে আয়োজিত এ মহাসমাবেশে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।


মাহফিলে গভীর তালীম–তারবিয়াতমূলক বয়ান পেশ করেন পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ (মামুন) আল-হোসাইনী। তিনি ইমান–আমল, আত্মশুদ্ধি, আধ্যাত্মিকতা, নকশেবন্দী তরিকার গুরুত্ব এবং পীর–মুরিদ সম্পর্কের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফান্দাউক দরবার শরীফের মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-হোসাইনী, মাওলানা মুফতি সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী এবং মাওলানা মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।


বক্তারা বলেন, হযরত উসমান গণি খান নকশেবন্দী মুজাদ্দেদী মুছাপুরী (রহ.) ইসলামী শিক্ষা বিস্তার, মানুষের আধ্যাত্মিক উন্নয়ন ও নৈতিকতা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। তাঁর ইছালে সওয়াব উপলক্ষে এমন মাহফিল সমাজে ঐক্য ও সৌহার্দ্য জোরদার করে।


মাহফিল শেষে আমিন–আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মুছাপুরী রহ. মাজার প্রাঙ্গণ। দেশ–জাতি, মুসলিম উম্মাহ এবং উপস্থিত সকলের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।