পাকিস্তান থেকে ওষুধ নেবে না আফগানিস্তান


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-11-2025

পাকিস্তান থেকে ওষুধ নেবে না আফগানিস্তান

পাকিস্তান থেকে আসা ওষুধের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান। প্রতিবেশি দেশটি থেকে আমদানি করা ওষুধকেনিম্নমানেরবলছে তালেবান সরকার, একই সঙ্গে ব্যবসায়ীদের বিকল্প দেশ খুঁজে নিতে নির্দেশ দিয়েছে। খবর আলেমারাহ নিউজ।

আফগানিস্তানের সরকারি সংবাদমাধ্যমটি জানিয়েছে, সীমান্ত বাণিজ্যে ঘনঘন বিঘ্ন পণ্য পরিবহনে বাধার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি যেসব ঠিকাদারের পাকিস্তানি সরবরাহকারীদের সঙ্গে চলমান চুক্তি রয়েছে, তাদের তিন মাসের মধ্যে সেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং স্থানীয় ব্যবসায়ীদের মর্যাদা অধিকার সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আফগান কর্মকর্তারা বিকল্প বাণিজ্য রুট খোঁজার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দুদেশের সম্পর্কে যখন খুব বাজে, তখন আসল।

আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার কাবুলে ব্যবসায়ী শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ খোঁজার আহ্বান জানান। পাকিস্তানের সঙ্গে ব্যবসা গুঁটিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।

বারাদার বলেন, ‘পাকিস্তান থেকে নিম্নমানের ওষুধ আমদানি আমাদের স্বাস্থ্য খাতে একটি গুরুতর সমস্যা। এর ফলে প্রতিবছর শত শত মিলিয়ন ডলার দেশ থেকে বাইরে চলে যাচ্ছে।

তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ঘোষণার পরও যারা পাকিস্তানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবেন, তাদের অভিযোগ সরকার গ্রহণ করবে না। 

বর্তমানে পাকিস্তান, ভারত, তুরস্ক বাংলাদেশ থেকে ওষুধ কেনে আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে দেশটি বছরে প্রায় বিলিয়ন ডলার মূল্যের ওষুধ আমদানি করত।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।