কুমিল্লা তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ায় এনসিপি নেতাকে গণধোলাই


এম আর রানা , আপডেট করা হয়েছে : 05-11-2025

কুমিল্লা তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ায় এনসিপি নেতাকে গণধোলাই

কুমিল্লার তিতাস উপজেলার প্রতিবন্ধী কিশোরীকর ধর্ষ*নের ঘটনায় ধ*র্ষ*কের পক্ষ নেয়ায় এনসিপি নেতা লুৎফর রহমানকে গণধোলাই দিয়েছে ২৪-এর সচেতন জনগণ

ঘটনাটি ঘটে আজ বুধবার দুপুরে তিতাস উপজেলায়।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও পশ্চিম আডির ২১বছর বয়সি এক প্রতিবন্ধী কিশোরীকে থালা-বাসন ধোয়ার অজুহাতে বিল্ডিং এ নিয়ে ধ*র্ষ*ণ করে বাড়ীর মালিক আক্তার হোসেন (৫২)।

হাবা-গোবা প্রতিবন্ধী কিশোরী শারিরীক সম্পর্কে কিছু না বুঝায় দীর্ঘ ৫মাস পেড়িয়ে যায়। এরপর শারিরিক অবস্থা অস্বাভাবিক হলে ডাক্তারী পরিক্ষায় ধরা পরে ৫মাসের অন্তঃস্বত্ত্বা ওই কিশোরী।

এ নিয়ে স্থানীয় পর্যায়ে ওই ধ*র্ষ*কের সাথে বিবাহের মাধ্যমে ঘটনার মিমাংসা দিলেও ধ*র্ষ*ক আক্তার কুমিল্লা এক শ্রেণীর দা*লা*লের কু-প্ররোচনায় কোর্টে গিয়ে গ্রামের কিছু বিচারকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অবশেষে ভিকটিমের মা তিতাস থানায় ধর্ষণের অভিযোগ এনে আক্তার হোসেন ও বক্তার হোসেন নামে দু'জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় ধ*র্ষ*ণকারীর পক্ষ নিয়ে ঘটনা ভিন্নখাতে নিতে থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করে তিতাস উপজেলা এনসিপি নেতা লুৎফর রহমান। পরে ঘটনাস্থলে উপস্থিত ২৪'র জুলাই যোদ্ধারাসহ সচেতন জনগণ তাকে গণধোলাই দিয়েছে বলে সূত্রে নিশ্চিত করেছে।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)