ঝালকাঠি গণপূর্ত বিভাগে চলছে নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহর লুটপাটের মহোৎসব


, আপডেট করা হয়েছে : 29-08-2025

ঝালকাঠি গণপূর্ত বিভাগে চলছে নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহর লুটপাটের মহোৎসব

ঝালকাঠি গণপূর্ত বিভাগে বরাদ্দ বাড়িয়ে প্রকল্প লুটপাট, প্রকল্পের চাহিদার চেয়ে তিনগুণ বেশি বরাদ্দ এনে কাজ না করেই বিল উত্তোলন করে আত্মসাৎ, স্বাস্থ্য শিক্ষা, নির্মাণ ও সংস্কার খাতে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রভাব খাটিয়ে অধিক বরাদ্দ এনে তা ৩-৪ জন ‘নিজস্ব ঠিকাদারকে মাধ্যমে নিম্ন মানের কাজ করাসহ একাধিক দুর্নীতিতে জড়িয়েছেন নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার। 


তবে ঝালকাঠিতে আমান উল্লাহর এই দুর্নীতির গল্পের শুরু নয়—এর আগে ঢাকায় দীর্ঘসময় দায়িত্ব পালনের সময় একাধিক ভয়াবহ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ে এই প্রকৌশলীর। ঢাকার মহাখালী গণপূর্ত বিভাগে কর্মরত অবস্থায় তিনি একই প্রকল্পের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে দুইবার বরাদ্দ এনে ডাবল বিল পাশ করেন। এতে করে অন্তত ৪৫টি প্রকল্পে একাধিকবার বিল উত্তোলন করে কোটির ওপর সরকারি টাকা আত্মসাৎ করেন।


উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ডাক্তার হোস্টেল, বারান্দা ও টয়লেট নির্মাণ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন ব্লকে টাইলসকরণ, পানির লাইন, স্যানিটারি ফিটিংস, করিডোর সংস্কার ও নতুন কক্ষ নির্মাণ। এসব প্রকল্পের অনেক কাজই পূর্বে সম্পন্ন হলেও, কৌশলে সেগুলো পুনরায় নতুন প্রকল্পে ঢুকিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ এনে বিল উত্তোলন করা হয়।মহাখালী নার্সিং কলেজের সামনের রাস্তা উন্নয়নের নামেও ঘটে এক নজিরবিহীন অর্থ আত্মসাৎ। বরাদ্দ ছিল ৭ কোটি টাকা, কাজ হয় মাত্র ৬০-৭০ লাখ টাকার। বাকি টাকা ভাগাভাগি করে নেয় ঠিকাদারদের সঙ্গে।দুর্নীতির বিস্তার কেবল প্রকল্পে সীমাবদ্ধ নয়, বরং ক্ষমতার অপব্যবহারেও তিনি ছিলেন দাপুটে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।


সূত্র জানায়, ঢাকায় তার নামে অন্তত ৫টি প্লট ও ফ্ল্যাট রয়েছে। রাজনৈতিক অবস্থান পাল্টে বিভিন্ন সরকারের আমলেই তিনি নিজের প্রভাব বিস্তার করে গেছেন, সেই সঙ্গে রাষ্ট্রীয় অর্থকেও করেছেন জিম্মি।


ঝালকাঠিতে বদলি হয়ে তিনি নতুনভাবে দুর্নীতির জাল বিস্তার শুরু করেছেন। স্থানীয় ঠিকাদাররা তার একতরফা নিয়ন্ত্রণে অতিষ্ঠ। প্রকল্প বিলের নামে চেক ও হিসাব সবই নির্দিষ্ট একটি চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

এ ব্যাপারে তথ্য নিতে আমান উল্লাহ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক বুঝতে পেরে প্রতিনিধিকে এড়িয়ে যান।

জনপ্রশাসন ও দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। তবে প্রভাবশালী পরিচয়ের আড়ালে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন এই প্রকৌশলী।



সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)